জসিম মাহমুদ, টেকনাফ ::
ছেলে মারা যাবার ১২ ঘন্টা পর গতকাল রোববার সকাল ১০টার দিকে মা মা আমিন ছেহের (৭৫) মারা যান। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিম উত্তর পাড়ায় দুদু মিয়ার স্ত্রী। এর আগে দিন শনিবার রাত ১০টার দিকে নিজের ঘরে হ্নদরোগের আক্রান্ত হয়ে মারা যান ঈমান শরিফ (৪২) । নিহতের স্ত্রীর মনোয়ারা বেগম বলেন, আমার শাশুড়ি আমিন ছেহের অসুস্থতায় ছিলেন কয়েকদিন ধরে। বোরবার সকালে কক্সবাজার চিকিৎসা করতে নিয়ে যাওয়া কথা ছিল। তাই রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগেই রাত ১০টার দিকে হঠাৎ কওে আমার স্বামী ঈমান শরীফের বুকে মধ্যে ব্যথা লাগছে বলে মাটিতে পড়ে যান। আমার চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্বামীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি বলেন, স্বামীর দাফন স¤পন্ন করতে যখন ঘরে স্থানীয় লোকজন কাজ করছিলেন । ঠিক তখনই রোববার সকাল ১০টার দিকে শাশুড়ি আমিন ছেহের (৭৫) ছেলের জন্য কাদঁতে কাদঁতে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষনা করা হয়।
সাবরাং ইউপির ৮নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম বলেন, শনিবার রাতে মো. ঈমান শরিফ মারা যাবার ১২ ঘন্টা পর তার মা আমিন ছেহের মারা যায়। রোববার দুপুর ২টায় স্থানীয় উত্তরপাড়া কবরস্তানে তাদের দাফন স¤পন্ন করা হয়। কিন্তু এক সঙ্গে মা-ছেলে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত: