ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর

000অনলাইন ডেস্ক ::::

জেলা পরিষদের নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে মনোনয়ন দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর। মনোনয়পত্র যাচাইবাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর। আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ৫ ও ৭ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির দিন ৮ ও ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

পাঠকের মতামত: