ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

‘জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে’

স্টাফ রিপোর্টার ::
পুলিশের নতুন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের দায়িত্ব জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। আগামী ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ও চলতি বছরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী এ কথা বলেন।
তিনি, বাংলাদেশ পুলিশের অনেক অর্জন।  তবে কতিপয় সদস্যের কিছু ঘটনা সামনে চলে আসে। অপেশাদার ওই সব আচরণের জন্য আমরা বিব্রত বোধ করি।  ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না।

পাঠকের মতামত: