ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ছিলেন পুরুষ, হয়ে গেলেন মহিলা

image_155387_0নিউজ  ডেস্ক :::

অলিম্পিক পদকজয়ী ব্রুস ছিলেন পুরুষ, হয়ে গেলেন মহিলা। আজকালকার দিনে এ আর নতুন কথা কী! লিঙ্গ পরিবর্তন করে এ ভীষণভাবে সম্ভব। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। কেউ যদি দুই মেয়ের বাবা হওয়ার পরে নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলেন, তাহলেই তো তাকে নিয়ে তৈরি হয় যাবতীয় কৌতূহল! খবরের শিরোনামও হন তিনি।

তার নাম ব্রুস জেনার। খেলার জগতে তিনি পরিচিত নাম। বিনোদনের জগতেও বটে। দুই দুই বার সোনা জিতেছেন অলিম্পিকে। তা-ও আবার ডেকাথলনে।

তার আরো একটা পরিচয় রয়েছে। তিনি কেন্ডেল জেনারের বাবা। ব্রুসের আরো এক মেয়ে রয়েছেন। তার নাম কাইলি জেনার। ব্রুসের স্ত্রী ক্রিস জেনার এখনো জীবিত। 

টেলিভিশনের পর্দায় বহুবার দেখা গিয়েছে ব্রুসকে। এহেন ব্রুস নাম বদলে ফেলেছেন। তার এখন নাম কেইটলিন জেনার। জেনার এখন মহিলা। –সংবাদমাধ্যম।

পাঠকের মতামত: