ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ছাত্রলীগের দুই নেত্রীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও হল ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় দুই নারীনেত্রীসহ ছাত্রলীগের পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলাটিতে পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দিয়েছেন৷

আসামিরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল, বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক শেখ তানসেন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. এনামুল হক।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর তন্বীকে ডেকে নিয়ে মারধর করে নিশি ও শান্তা। রাত সাড়ে ১২টার দিকে ঢাবি বঙ্গবন্ধু টাওয়ারের সামনে তাকে মারধর করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আসামিরা তন্বীকে ঘিরে রাখে।

পাঠকের মতামত: