ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চেক প্রতারনার মামলায় চকরিয়ার “আদর”র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান

বার্তা পরিবেশক ::

চেক প্রতারনার মামলায় হাসানুল ইসলাম আদরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ার জারি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চকরিয়া, কক্সবাজার। তিনি ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার মকসুদ আলমের ছেলে। তার বিরুদ্ধে ২৬/০২/২০১৮ ইং তারিখে ১৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রতারনার দায়ে পেকুয়া সদর আন্নর আলী মাতব্বর বাড়ীর মৃত আলহাজ্ব মীর কাশেম চৌধুরীর ছেলে শেখ মীর মো. ইব্রাহিম চৌধুরী বাদি হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেক প্রতারনা মূলক একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সি আর- ১৬১/২০১৮ ইং। বিজ্ঞ আদালত উক্ত আসামী আদরকে গত ২৪/০৫/২০১৮ ইং তারিখে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সমন জারি হওয়ার স্বত্বেও উক্ত আসামী আদর আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হাজির হয়নি। তাই বিজ্ঞ আদালত আসামী হাসানুল ইসলাম আদরের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ প্রদান করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ গত ২৪/০৫/১৮ ইং তারিখ, স্বারক নং-৫৫৫/১৮ ইং মুলে চকরিয়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন। উক্ত তামিলের খবর জানতে পেরে উক্ত আসামী আদর মামলা বাদী ইব্রাহিম চৌধুরীকে তার বিরুদ্ধে মামলা করায় বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে আসছে। এলাকায় তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা বাদিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসছে। বর্তমানে বাদি নিরাপত্তাহীনতায় ভুগছে।

পাঠকের মতামত: