ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম ওয়াসার মেম্বার হলেন বাংলানিউজের তপন চক্রবর্তী

tapanনিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার হয়েছেন বিএফইউজের চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৬(১)(ঝ) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়।

সোমবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

তার এ নিয়োগে বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম ওয়াসার পরিচালনা পর্ষদে সাংবাদিক তপন চক্রবর্তীকে বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে এ নিয়োগে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য তপন চক্রবর্তী রামুর বাসিন্দা ।

পাঠকের মতামত: