অনলাইন ডেস্ক ::
চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় রুপন কান্তি (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নিহত রুপন কান্তি ইপিজেড থানায় কর্মরত ছিলেন।
বুধবার গভীর রাতে নগরীর ইপিজেড থানার মাইলের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানার অপারেটর মোহাম্মদ লোকমান শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এএসআই রুপন কান্তি ডিউটি শেষ করে গভীররাতে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের ইপিজেড থানার মাইলের মাথায় আসলে পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
পাঠকের মতামত: