নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনী এন্ড অবস্ বিভাগের রেজিস্ট্রার ও বিএমএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিণী ডা. লতিফা জামান আইরিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মজিবুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন ধরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডা. আইরিন। আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
‘করোনায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন তিনি।’
ডা. আইরিন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিণী।
তিনি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
পাঠকের মতামত: