চট্রগ্রাম প্রতিনিধি ::
স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে চট্টগ্রামে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এজন্য স্ত্রীর পরকীয়া সম্পর্ককে দায়ী করেন সেই চিকিৎসক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মিতুকে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় আত্মহত্যা করেন ডা. মোস্তফা আকাশ। আত্মহত্যার আগে ওই চিকিৎসক তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন ‘তোমার প্রেমিকদের নিয়ে ভালো থেকো’।
পাঠকের মতামত: