ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া ভাইবোনকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় বনাঞ্চলের ভিতরে ভাইবোনকে গলাকেটে ও হাতের কব্জি কেটে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে খুটাখালী বাজার মহাসড়কে এলাকার শতশত লোক এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা অভিন্ন বক্তব্যে দুই শিশুর উপর এ নৃশংসতার বিচার দাবী করেন। ঘটনার সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তির দাবীও জানান তারা।

পাঠকের মতামত: