নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল আর নেই। শনিবার (৬জুন) সকাল ৮টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং লিভার জন্ডিসজনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুর দুইটায় বরইতলী দাঙ্গার দিঘি কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁর সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত জানাজার নামাজে অংশনেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও সাবেক কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ উল্লাহ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার প্রমূখ। এছাড়াও নামাজে জানাজায় কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: