ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঘোষণা

চকরিয়া পৌর বাসটার্মিনালে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে আল্টিমেটাম

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালকে কেন্দ্র করে চাঁদাবাজী, দখলবাজি, যাত্রী হয়রানিসহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে মালিক শ্রমিকের যৌথ মিটিং এ পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কামাল আজাদ বলেন, বাংলাদেশের বিভিন্ন বাসটার্মিনালের দিকে লক্ষ্য করলে দেখা যায়, টার্মিনাল কেন্দ্রিক বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে এই অঞ্চলের মালিক শ্রমিকদের নিয়ে “বৃহত্তর চকরিয়া সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ” এর যাত্রা।

উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামকে সভাপতি, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কামাল আজাদকে সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়াও উক্ত কমিটিতে চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি,

সদস্য, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ সদস্য ও লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদকে সদস্য করে ৮ (আট) সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে।

পাঠকের মতামত: