ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা ফুল এন্ড ভিডিও ইভেন্টস সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া ফুল এন্ড ভিডিও ইভেন্টস সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার ৩০ জানুয়ারি চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে শহিদুল ইসলাম আনোয়ার সভাপতি ( চেয়ার) , এম লিয়াকত আলী লস্কর ( গোলাপ ফুল ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির নির্বাচনে আরফাতুল ইসলাম ( টেলিফোন) সহসভাপতি, হাসানুল ইসলাম নয়ন ( হাস) সহসম্পাদক, মিজানুর রহমান ( টিউবওয়েল) অর্থ সম্পাদক, ফারকুল ইসলাম অভি ( মাইক) প্রচার সম্পাদক, মোজাহিদুল ইসলাম (বাইসাইকেল) ক্রীড়া সম্পাদক ও পরিচালক পদে মিজানুর রহমান (মোরগ) ১ নং সদস্য, হাসান উদ্দিন রানা ( ভিডিও ক্যামেরা) ২ নং সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে একইদিন বিকাল সাড়ে পাঁচটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমিতির উপদেষ্টা আবুল হাশেম, সহকারী নির্বাচন কমিশনার চকরিয়া পৌরসভার কাউন্সিলর এম নুরুস শফি ও সহকারী নির্বাচন কমিশনার মো হোছাইনঙ্গীর হোছাইন।

প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির উপদেষ্টা আবুল হাশেম বলেন, নির্বাচনে সমিতির ১০৭ জন সদস্যদের মধ্যে ১০৬ জন উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল নয়টায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে। বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন চলাকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী , সাংবাদিক এম জিয়াবুল হক, সাংবাদিক আবুল মনসুর মোহাম্মদ মহসিন, সাংবাদিক জহিরুল আলম সাগর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রিয়াদ উদ্দিন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সমিতির উপদেষ্টা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: