ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা ও পৌরসভার ৪৬টি পূজামণ্ডপে অনুদান বিতরণ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার ৪৬টি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর চকরিয়া পৌরসভার এস আর প্লাজাস্থ উপজেলা পূজা উদযাপন পরিষদের কাযালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টা, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুধাম কান্তি দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হারাধন দাশ।

উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা পূজা উদযাপন কমিটি সভাপতি টিটু বসাক,সাধারণ সম্পাদক নিলু দাশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘের সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কক্সবাজার জেলা যুগ্ম সম্পাদক মাষ্টার আশিষ বসাক, চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের সভাপতি কৈলাশ দে, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক কৃ কান্তি দে, যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিন্টু রুদ্র, চিরিংগা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর দে, ডুলাহাজারা সভাপতি অজয় দেব, নন্দন দাশ, পৌরসভা পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক রাজু দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য (এম ইউপি) রুপন দাশ, নিখিল বসাক, উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মিন্টু রুদ্র, সদস্য লিটন সুশীল, সনাতনী সেবক সংঘের উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্রী নন্দন দাশ, চিরিংগা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর দে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নরোত্তম দাশ, সনাতনী সেবক সংঘের, জাতীয় হিন্দু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা সভাপতি বিকাশ দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক সৌরভ দাশ (সুনীপ), চকরিয়া স্বর্ণ কারিগর সমিতি নেতা টিক্লু ধর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মঠ মন্দিরে উন্নয়ন কমিটির সভাপতি ও সম্পাদক এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ধর্ম যার যার বাংলাদেশ সবার। এদেশে একসাথে বসবাস ও সব ধরনের অনুষ্টান আয়োজনে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আজ বিশ^দরবারে প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সকলধর্মের মানুষের সবস্থানে সেতুবন্ধনে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সফল হয়েছে।

তিনি বলেন, প্রতিটি ধর্মে বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সকল ধরণের অনাচার ও হানাহানিতে লিপ্ত গোষ্টি কোনদিন শান্তির পক্ষে হতে পারেনা। তাদের স্থান কোন ধর্মে নেই। অনুরূপভাবে হিন্দু ধর্মে বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিনাশের জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আর্বিভুত হন। পরকালের ভীতি হৃদয়ে রেখে সুন্দর আগামী নিশ্চিত করতে সকল ধর্মের সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এতে সকলের জীবনের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সফল হবে।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, চকরিয়া উপজেলা একটি সম্প্রীতির জনপদ। এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে নিরাপদ পরিবেশে বসবাস করে। ধর্মীয় কোন ধরণের সংঘাত নেই। আশাকরি আগামীতেও চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে। সেইজন্য ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধনে আধুনিক চকরিয়া বির্নিমানে সবাই কাজ করবে।

 

 

 

পাঠকের মতামত: