ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৩দিন ব্যাপী “হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন উদ্যোক্তা মেলা” শুরু

মুহাম্মদ মনজুর আলম. চকরিয়া :: নানা জল্পনাকল্পনার অবসান গঠিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত কক্সবাজারের চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় “হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন উদ্যোক্তা মেলা-২০২২” আয়োজন করা হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরশহরের বিজয় মঞ্চে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, মেলা পরিচালনা কমিটির আহবায়ক সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, সদস্য সচিব সেলিম রেজা, হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শারমিন জান্নাত ফেন্সি, সহ-সভাপতি রুনা আকতার, সম্পাদক ইশরাত হোছাইন এলি, কোষাধ্যক্ষ আসমাউল হোসনা লাভলী, মেলা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক বাপ্পি শাহারিয়ার, হাবিবুর রহমান, আবদুল করিম বিটু, সাঈদী আকবর ফয়সাল ও রিয়াদ উদ্দিন রিয়াদ সহ উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: