ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ২৬দিন ধরে এসিল্যান্ড নেই!  জমি মালিক ও সাংবাদিকদের দূর্ভোগ

জাকের উল্লাহ চকোরী :: কক্সবাজারের বৃহত্তম উপজেলা চকরিয়ায় গত ২৬দিন ধরে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) নেই। ফলে এ উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জমি মালিকরা দূর-দুরান্ত থেকে অফিসে এসে নামজারী ও জমাভাগ খতিয়ান সৃজনসহ কোন কাজই করতে না পেরে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে চকরিয়ায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক প্রতিদিন ভুমি অফিসে প্রতিটি টেবিলে দায়িত্বেরত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে খালী হাতে ফিরে আসতে হচ্ছে।

ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীও জনগণের আগমন না থাকায় পূর্বের ন্যায় পকেট ভর্তি করে টাকা আয় করতে না পারায় বসে বসে অলস সময় কাটাচ্ছে। এ হচ্ছে বর্তমান চকরিয়া ভুমি অফিসের নিত্যদিনের দৃশ্য।

জায়গা জমি ক্রয়-বিক্রয় করতে সীমাহীন দূর্ভোগে পড়েছে হাজার হাজার জমি মালিকরা। গত ১ আগষ্ট এ অফিসের সহকারী কমিশনার ভুমি কর্মকর্তাকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখায় বদলি করা হয়। চাঁদপুর জেলার খাইমচর উপজেলার সহকারী কমিশনার ভুমি তানবির হোসেনকে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু দীর্ঘ ২৬দিনেও নতুন কর্মস্থলে যোগদান না করায় পুরো অফিসের সকল শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

পাঠকের মতামত: