ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সংবাদপত্র হকারদের পাশে ইউএনও দিলেন খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: নিজে প্রতিকুল পরিস্থিতিতে থাকলেও প্রতিদিন ভোর থেকে সারাদিন যারা মানুষের দরজায় খবরের কাগজ পৌঁছে দেন, সমাজ তথা দেশেকে আলোকিত করতে চেষ্ঠা করেন সেই সংবাদপত্র হকারদের এবার খোঁজ-খবর নিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। তাদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী।

আজ মঙ্গলবার ২৬ এপ্রিল দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও জেপি দেওয়ান চকরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে নিয়োজিত সংবাদপত্র হকারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সাংবাদিক এমআর মাহমুদ, সাংবাদিক রফিক আহমদ, সাংবাদিক এম জিয়াবুল হক, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক মনছুর আলম রানা ও সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

পাঠকের মতামত: