ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করলেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী। গতকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ বিআরডিবি হলরুমে মোস্তাক আহমদ চৌধুরী তথা মোটর সাইকেল মার্কার সমর্থনে চকরিয়া মহিলা আওয়ামীলীগ, মেম্বার এসোসিয়েশন ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োয়নে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও সাবেক সাংসদ খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মোস্তাক আহমদ চৌধুরীর সহধর্মিনী কানিজ ফাতেমা মোস্তাক এমপি।
চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারী উন্নয়ন ফোরামের চকরিয়া উপজেলা সভাপতি জেসমিন হক জেসি চৌধুরী সভায় সভাপতিত্ব।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। বক্তব্য দেন চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম সম্পা।
এসময় বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যানগন ও ইউপি সদস্য-সদস্যাগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও সাবেক সাংসদ বর্ষিয়ান রাজনীতিবীদ শ্রদ্ধেয় জনাব, খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীকে পূণরায় মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বক্তারা বলেন, মোস্তাক আহমেদ চৌধুরী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর। তিনি রাজনীতিতে একজন নম্র, ভদ্র, সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত। তাঁর আদর্শিক চেতনা ও কর্মকান্ড নিয়ে দলীয় নেতাকর্মীরা গর্বিত, আনন্দিত ও উচ্ছ্বাসিত।
তাই অনুষ্ঠিতব্য নির্বাচনে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে মোস্তাক আহমেদ চৌধুরীকে বিজয়ী করার মধ্যেদিয়ে কক্সবাজার জেলা পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবাইকে কাজ করতে হবে।

পাঠকের মতামত: