ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ (৭০) আর নেই। গতকাল বুধবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ হারবাং ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিরানের পিতা।
মরহুমের বড়ছেলে ব্যবসায়ী মো. শাহজাহান জানান, বুধবার রাত ১টার দিকে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ শারিরিকভাবে অসুস্থতাবোধ করলে তাকে চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরো জানান, আজ ২৭ জানুয়ারী/২২, বৃহস্পতিবার দুপুর দুইটায় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মুক্তিযোদ্ধার নামাজে জানাযা রাস্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে স্থানীয় মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়।

পাঠকের মতামত: