ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার ১৪ ডিসেম্বর এ উপলক্ষে এক আলোচনা সভা চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

উপজেলা তথ্যসেবা বিভাগের সহকারী প্রোগ্রামার মিলটন দাশের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্রী। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ প্রমুখ। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জরুল কাদের, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, বদরখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খালেকুজ্জামান, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমুখ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা জীবিত বুদ্ধিজীবীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মোঃ আমির হোসেন।

পাঠকের মতামত: