ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় পরিত্যক্ত নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়ায় সদ্যজাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা- সদ্যজাত শিশুটির বয়স মাত্র একদিন।

এই বিষয়ে চকরিয়া থানার এসআই ওমর ফারুক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটের দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে খুটাখালী ইউনিয়ন পরিষদের লাগোয়া পরিত্যক্ত জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় শিশুটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এসআই ওমর ফারুক বলেন, ‘স্থানীয় অনেকেই জানিয়েছেন, শিশুটিকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স থেকে ছুঁড়ে ফেলা হয়। অ্যাম্বুলেন্সটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছিল।’

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সদ্যজাত শিশুটিকে যে অ্যাম্বুলেন্স থেকে ছুঁড়ে ফেলা হয়েছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

পাঠকের মতামত: