ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ট্রাক উল্টে গিয়ে চালক ও হেলপার নিহত

জিয়াউল হক জিয়া, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্হলে চালক এরশাদ মন্ডল(৩৮) ও হেলপার মোঃ সিব্বির আহমদ মারুফ(১৯) মারা যান।

শনিবার (১৮ মার্চ) ভোর ৫টা১০ মিনিটের দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী-আজিজনগর ১২নং ব্রীজ নামক স্হানে এর্দূঘটনা ঘটেছে।

নিহত-ট্রাক চালক এরশাদ মন্ডল (৩৮) ঝিনাইদহ জেলার শৈলকূপ থানার দুপচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবলা-বাইটবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে ও হেলপার মোঃ সিব্বির আহমদ মারুফ(১৯) সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাফলং ইউপির মোহাম্মদ চাইল ক্ষেত থার্ডপার্ট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এবিষয়ে স্হানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক(ইনর্চাজ) জানান,ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমূখি ট্রাক গাড়ীটি(যার গাড়ী নং-ঢাকা মেট্রো-ট-১৮-৮১২৩) ঘটনাস্হল উপজেলার হারবাংনের ১২নং ব্রীজে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রিলিংনের সাথে ধাক্কা লেগে খাদ হয়ে পড়ে যায়।

এসময় চালক ও হেলপার দুইজনই ঘটনাস্হলে মারা যান।স্হানীয় লোকজন র্দূঘটনার খবরটি জানানোর সাথে-সাথে ঘটনাস্হলে গিয়ে স্হানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠালে,কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষণা করেছেন।র্দূঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে।লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: