নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে মা-মেয়েসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকাল ৭টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কারাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলায় আহতরা হলেন, ওই এলাকার আলী আজমের স্ত্রী শমসুন্নাহার (৫০), মেয়ে হুমায়য়া বেগম (২২), রেশমি বেগম (২০) ও টিশা বেগম (১৫)। আহতদের মধ্যে হুমায়রা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতের স্বামী আলী আজম বলেন, আমার বাড়ি সংলগ্ন কিছু চাষাবাদের জমি রয়েছে। সকালে ওইসব জমিতে চাষাবাদ করতে গেলে স্থানীয় আবদুল হাফেজ এর ছেলে কালু মিয়া ও ইসকান্দরদের নেতৃত্বে ১৮-২০ জন ভাড়াটিয়া লোকজন আমার স্ত্রী ও মেয়েদের উপর হামলা চালায়। এসময় স্ত্রীসহ চার মেয়েকে কুপিয়ে জখম করে। পরে তারা ঘরে ঢুকে মালামাল ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: