ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা

এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়ায় ইটভাটায় লাইসেন্স না থাকায় ও কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ইটভাটার মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের নওশাদের মালিকানাধীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত নেতৃত্বে থানা পুলিশ নিয়ে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, হারবাং ইউনিয়নের লাইসেন্সবিহীন ১টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ওই ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পুড়িয়ে আসছিলো। এ অভিযোগে ইটভাটার মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভাটার মালিককে অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো থেকে বিরত থাকতে সর্তকতা করা হয়েছে বলে জানান আদালতের ম্যাজিস্ট্রেট।

পাঠকের মতামত: