ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইয়াবাসহ বিক্রেতা যুবক আটক

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেন থানা পুলিশ। আটক যুবক মোঃ বোরহান উদ্দিন (২৬) ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন পাড়া গ্রামের ছৈয়দ আলমের পুত্র। রবিবার বিকেল ৫টার দিকে নতুনপাড়া-রংমহল সড়ক থেকে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা চকরিয়া থানার উপ-পরিদর্শক গাজী মাঈন উদ্দিন জানায়, ইয়াবা বেচাকেনা করছে এমন খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় নতুন পাড়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন যুবককে আটক করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার উদ্দিন চৌধুরী ডুলাহাজারা থেকে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটকের বিষয় সত্যতা জানান। তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: