স্টাফ রিপোর্টার, চকরিয়া :
সদ্য ঘোষিত চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিকে ঘিরে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বষর্ণের ঘটনাও ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় এক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল বৃহস্পতিবার ২আগষ্ট বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে ছাত্রলীগের নেতাকর্মীরা সংবর্ধিত করার প্রস্তুতি নিচ্ছিলো। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কক্সবাজার থেকে গাড়িবহর নিয়ে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় পৌছলে ছাত্রলীগের পদ বঞ্চিত সভাপতি প্রার্থী তারেকুল ইসলাম রাহাতের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী প্রতিহত করার চেষ্ঠা করে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওইসময় উভয় পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কের উপর গাছ ফেলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করে। এতে এক ঘন্টা ধরে যান চলাচল ও আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল আনাছের নেতৃত্বে পৌরশহরের চিরিঙ্গা কাঁচাবাজারের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গেইটের সামনেও টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় তারা ঘোষিত কমিটি বাতিলের দাবী জানিয়ে মিছিল করতে থাকে। মিছিলকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগও দাবী করেন।
এব্যাপারে ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ছাত্রলীগের পদ বঞ্চিত সভাপতি প্রার্থী তারেকুল ইসলাম রাহাত বলেন, ঘোষিত ছাত্রলীগের কমিটি চকরিয়ার ছাত্রসমাজ মেনে নেবে না। যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের রাজনীতিতে কোন অবদান নেই। তৃনমূল ও ত্যাগী ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অবৈধ কমিটিকে প্রতিহত করছি বলে তিনি জানান। একই বক্তব্য পদবঞ্চিত সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল্লাহ আল আনাছেরও।
এব্যাপারে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা চকরিয়ায় আসার পথে পদ বঞ্চিতরা বাধা দেওয়ার চেষ্ঠা করেছিলো। পরে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করে। তবে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি বলে তিনি দাবী করেন।
প্রসঙ্গত: গত ৩১জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তামিম ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ সভাপতি ও আরহান মাহমুদ রুবেলকে সাধারণ সম্পাদক করে চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। এরপর থেকে পদবঞ্চিতরা তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন।
প্রকাশ:
২০১৮-০৮-০৩ ১১:০৩:০৬
আপডেট:২০১৮-০৮-০৩ ১১:০৩:০৬
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
পাঠকের মতামত: