ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ ভুল করেছে: মওদুদ

1479739178বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছে। আওয়ামী লীগের উচিত প্রস্তাবটি গ্রহণ করে এ নিয়ে আলাপ আলোচনা করা।

সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে পরাজিত হবে এই ভয়ে আওয়ামী লীগ প্রস্তাব প্রত্যাখান করেছে। এটাই হলো আওয়ামী লীগ। তারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না। জোর করে ক্ষমতায় থাকতে চায়।

মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। ইনশাআল্লাহ এদেশে একদিন গণতন্ত্র ফিরে আসবে।
 

পাঠকের মতামত: