ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ক্ষয়ক্ষতি সম্পর্কে ভারতকে জানানো হবে: তথ্যমন্ত্রী

INOঅলাইন ডেস্ক ::::
ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এটি ঠিক হয়নি। এর ফলে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা ভারতকে জানানো হবে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার দুপুরের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা চরগোলাপনগরে পদ্মা নদীর পাড়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, “অভিন্ন নদীতে নির্মিত বাঁধের গেট একতরফাভাবে খুলে দেওয়াটা সঠিক কাজ নয়। এ ব্যাপারে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা হিসাব করে ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।”

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিকল্পনার ভিত্তিতে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পরিকল্পনা দেয়ার জন্য। ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: