ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘ক্ষুদে গানরাজ’র গ্র্যান্ড-ফিনালে কাল

1493885593বিনোদন ডেস্ক ::

আগামীকাল ৫ মে শুক্রবার দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’র গ্র্যান্ড-ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চূড়ান্ত এ আসরে লড়াইয়ের জন্য ইতোমধ্যেই নির্বাচিত হয়েছে সেরা ৭ প্রতিযোগী। তাদের মধ্যে এখন চলছে বিজয়ের মুকুট জয়ের লড়াই।

সেরা ৭ প্রতিযোগী হলো- প্রান্ত, অংকন, ঐক্য, ঐশি, তিলোত্তমা, অথি ও ঈশিকা। এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এস আই টুটুল।

ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীম চৌধুরী এবং পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। ইজাজ খান জানান, এবারের গ্র্যান্ড ফিনালে থাকছে বিশেষ চমক।

পাঠকের মতামত: