ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

আব্বাস সিদ্দিকী. কুতুবদিয়া :: জরুরি প্রসূতি সেবার আওতায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল অপারেশন থিয়েটার। প্রথম দিনেই একজন মহিলার সিজারিয়ান অপারেশন হয়েছে।

পহেলা জানুয়ারি রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকার মো. মোরশেদ এর স্ত্রী তহিবুল জান্নাতের সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়েছে। তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। সম্পূর্ণ বিনা খরচে এ সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক কেয়া দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, এনেস্থিসিয়া দেন চিকিৎসক রেজাউল হাসান আরএমও, চিকিৎসক খায়রুল আনোয়ার এবং এ সময় তাদের সহযোগিতায় ছিলেন চিকিৎসক শামীম, চিকিৎসক নাজমুল হুদা।

পাঠকের মতামত: