ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ভেসে আসা লাশ উদ্ধার 

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

কুতুবদিয়ার লেমশীখালী এলাকায় সাগরে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দক্ষিণ লেমশীখালী সিদ্দিক হাজির পাড়ায় বিসিক শিল্পের পূর্ব পাশে সাগর কূলে ভাসমান অবস্থায় লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, সাগর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনুমানিক ৬০ বছর বয়সী পুরুষের লাশটি উদ্ধার করা হয়। তবে, গত ১৮ জুন থেকে ১৯ জুনের মধ্যে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, সাগরের জোয়ারে লাশটি ভেসে এসেছে। তার আনুমানিক বয়স ৬০ বছর। পরণে দুটি শার্ট যার একটি কপি রংয়ের, অন্যটি আকাশি রংয়ের, ডান হাতে লাল-হলুদ রংয়ের সুতা বাধাঁ, এবং একটি হাতে ব্রেসলেইট আছে। লাশটি কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত: