ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নৌবাহিনীর কোরবানির মাংস বিতরণ

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় করোনা ভাইরাসে সঙ্কটে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আস্ত একটি ৩ মণ ওজনের মহিষ ঈদুল আজহা উপলক্ষে জবাই করে হতদরিদ্র ১০০টি পরিবারের মধ্যে ভাগ করে দিলেন বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চত্বরে প্রতি নিম্নবিত্তদের মাঝে প্রায় দেড় কেজি করে মহিষের মাংস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: নুরের জামান চৌধুরী ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে: কমা: এম জাহাঙ্গীর হোসেন।
পরে, নৌবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে ৪০ টি হতদরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

এব্যাপারে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে: কমা: এম জাহাঙ্গীর হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুতুবদিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা ভাগি করে নিতে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণ করেছি।

পাঠকের মতামত: