ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে খাদ্য সহয়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদে একশত অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী সমূহ হলো, চাউল ১০ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি এবং ডাল ১ কেজি। এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: নুরের জামান চৌধুরী।

এসময় নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে: কমা: এম জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দীন ছোটন, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আক্তার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, স্ব-স্ব ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, সচিব, ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ক্রমানয়ে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

পাঠকের মতামত: