ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::    কুতুবদিয়ায় আব্দুল মজিদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ মে) ভোরে বড়ঘোপ ইউনিয়নের ঘোনা মোর কালভার্টের নিচ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে উক্ত ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শামসুল আলমের পুত্র।

স্থানীয়রা জানায়, বড়ঘোপ মাতবর পাড়ার শামসুল আলমের পুত্র আব্দুল মাজেদ (৩৫) রোববার গভীর রাতে মাছ ধরতে পাশের খালে যায়। সকালে স্থানীয়রা ভাসমান লাশ দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে নিশ্চিত হয়ে লাশটি উদ্ধার করে বিকালে দাফন করা হয়েছে।

কয়েক বছর আগে সে একটি দুর্ঘটনার শিকার হয়ে কোন রকমে সংসার চালাচ্ছিল। তবে খালে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

পাঠকের মতামত: