ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কাজিরপাড়া জামে মসজিদের কবরস্থানের জায়গা দখলে চেষ্ঠা, জড়িতদের শাস্তির দাবিতে মুসল্লীদের বিক্ষোভ

চকরিয়া প্রতিনিধি ::  চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া জামে মসজিদের শতবছরের পুরাতন কবরস্থানের জায়গা দখলের চেষ্ঠার ঘটনা ঘটেছে। রোববার জায়গা দখলের পর সেখানে চাষের প্রস্তুতি নেন দখলবাজ চক্র। এ অবস্থায় ঘটনাটি জেনে গতকাল সোমবার দুপুরে জোহরের নামাজের পর মসজিদে সমবেত মুসল্লীরা ঘটনাস্থলে গিয়ে বেদখল হওয়া ওই জায়গা ফের উদ্ধার করেছে। এসময় বিক্ষুদ্ধ মুসল্লীরা মসজিদের জায়গা দখল চেষ্ঠার ঘটনায় জড়িত চক্রের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।

স্থানীয় এলাকাবাসি ও মুসল্লীরা জানান, ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আবু ছালাম প্রকাশ বাবুল দীর্ঘদিন ধরে মসজিদের শতবছরের পুরাতন কবরস্থানের জায়গা দখলের চেষ্ঠা চালিয়ে আসছেন। সর্বশেষ রোববার সকালে অতর্কিত হামলা চালিয়ে অভিযুক্ত বাবুল মসজিদের জায়গা দখলের পর সেখানে চাষের প্রস্তুতি নেন। এ অবস্থায় ঘটনাটি জেনে সোমবার দুপুরে জোহরের নামাজের পর মুসল্লীদের প্রতিরোধের মুখে মসজিদের বেদখল হওয়া ওই জায়গা ফের উদ্ধার করা হয়েছে। এসময় বিক্ষুদ্ধ মুসল্লীরা মসজিদের জায়গা দখল চেষ্ঠার ঘটনায় জড়িত চক্রের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।

বিক্ষোভকালে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ নুর হোসেন মেম্বার, আলহাজ নুরুল কবির মেস্ত্রী, আলহাজ মাস্টার নুরুল কবির, আবুল হাশেম, মোহাম্মদ আইয়ুব মিকার, মসজিদ কমিটির সভাপতি ইবনে আমিন, সহসভাপতি মনছুর আলম, আবদুর রহিম মিকার, সাধারণ সম্পাদক সাইফুল কাদের সোহেল, যুগ্ম সম্পাদক সাংবাদিক মো.জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, এম নুরুস শফি, ছৈয়দুল মোবারক, আনোয়ার হোসেন, ছৈয়দ আকবর, বদর মিয়া, মসজিদের প্রবীণ মুসল্লী মোহাম্মদ ইউনছু, ফজল আহমদ, হাসু মিয়া, নুরুল হোছাইন, এলাকাবাসি নুরুল আমিন, সাকের আহমদ, সাইফুল ইসলাম, নুর সালাম, নুরুল হক, মিনারুল ইসলাম, মুবিন উদ্দিন, মোহাং এনাম, হানিফ, মো.আসিফ, নাছির উদ্দিন, মেহেরাজ, আলী আহমদ, মকসুদ আলম, ওসমান গনী, জসিম উদ্দিন, নাজেম উদ্দিন ও মাশুক আহমদ প্রমুখ।

বিক্ষোভকালে উপস্থিত মুসল্লীরা মসজিদের শতবছরের পুরানো কবরস্থানের জায়গাটি রক্ষায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে জায়গা জায়গা দখল চেষ্ঠার ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

পাঠকের মতামত: