ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কলকাতার প্রিয়াঙ্কা এখন ঢাকায়

priyankaaaaaবিনোদন ডেস্ক :::

কলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’, অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, অর্ক সিনহার ‘নীলাঞ্জনা’সহ বেশকিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘হৃদয় জুড়ে’। আর এজন্য আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ২৫ মিনিটে কলকাতা থেকে ঢাকায় পৌছেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার নতুন ছবির পরিচালক রফিক শিকদার। তিনি মানবজমিনকে বলেন, আগামীকাল এফডিসির ঝর্নাস্পটে আমার ছবির মহরতে অংশ নিতেই মূলত তিনি আজ ঢাকায় এসেছেন। মহরত শেষে ২৬ ফেব্রুয়ারি তিনি কলকাতায় চলে যাবেন এবং ২ মার্চ থেকে এ ছবির শুটিংয়ে অংশ নিতে আবারও ঢাকায় আসবেন। এটি প্রিয়াঙ্কার প্রথম ঢাকা সফর। মার্চে ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন নিরব। আরও বিভিন্ন চরিত্রে থাকছেন কাজী হায়াত, রেবেকা, ডন প্রমূখ।

পাঠকের মতামত: