ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কঠোর লকডাউনে কুতুবদিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কুতুবদিয়া বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ২০টি মামলায় ৪ হাজার ৫শত ৫০ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: নুরের জামান চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন নৌ-বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার: লে: কমা: এম জহিরুল ইসলামের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল।

জানা যায়, স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট খোলা, টমটম, মোটরসাইকেল চালানো ও বাজারে জমায়েত করার দায়ে পথচারীদের এ অর্থদন্ড প্রদান করা হয়।

এদিকে, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দারের নির্দেশে এসআই মকবুল হোছাইন বকুল ও এসআই রতনের নেতৃত্বে দরবার ও বড়ঘোপ জেটি ঘাটে বাসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

পাঠকের মতামত: