ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কক্সবাজার বিমানবন্দরে ৩ টি পরিত্যক্ত বোমা উদ্ধার

dfsdfdsf-750x540-750x540কক্সবাজার  প্রতিনিধি :::
কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ করার সময় মাটির নিচে থাকা ৩ টি পরিত্যক্ত বোমা পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বিমানবন্দরের ভিতর এলাকা থেকে প্রথমে একটি এবং পরে আরো ২ টি বোমাটি উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে রূপান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার রাতে নির্মাণকাজ চালানোর সময় শ্রমিকরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পায়। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষকে অবহিত করে। পরে একই স্থানে মিলে আরো ২ টি বস্ত।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছেন এ ৩ টি বোমা এবং ব্রিটিশ আমলের তৈরী। যা এতদিন অগোচরে মাটির নিচে ছিল। এর আগেও গত বছর বিমানবন্দরের উন্নয়নকাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় আরো একটি বোমা উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, বিষয়টি সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের কাছে অবহিত করা হয়েছে। সেনা বাহিনীর বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে এসে বোমাটির ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।

 

পাঠকের মতামত: