ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কক্সবাজারে তরুণ উদ্যোক্তাদের প্রতিযোগিতায় পুরস্কৃতরা

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: আত্মকর্মসংস্থানমুখি উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে কক্সবাজার জেলার তরুণদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তারা অংশ নেয়। তারা প্রত্যেকেই নিজেদের উদ্যোগ/উদ্ভাবনসমূহ উপস্থাপন করে।

ইউএসএআইডির অর্থায়ন ও রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘ইয়ুথ স্টারটআপ উদ্যোক্তা প্রতিযোগিতা’ শীর্ষক আয়োজনে ১৫ জনের মধ্যে সেরা ৩ জন তরুণ পুরস্কৃত হয়েছেন।

তারা হলেন- ওমর ফারুক (প্লাস্টিকমুক্ত শহর), সাইদুর রহমান (এক্সপ্লোর করি ওয়েব এপ্লিকেশন) ও নাজমা সুলতানা (নীড কালেকশন)।

বিজয়ী তিনজনের প্রত্যেকে পায় সনদ ও ক্রেস্টসহ ১০ হাজার টাকার চেক। এছাড়া প্রত্যেককে সনদ ও গিফট হ্যাম্পার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন- রিলিফ ইন্টারন্যাশনালের ইউএসএআইডিস ইয়েস এক্টিভিটির ডেপুটি চীফ অব পার্টি শাহানা শারমিন, কক্সবাজার সদরের যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক অজিত নন্দি, স্কাস টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের প্রিন্সিপাল মারুফ বিল্লাহ জাবেদ, সিসিডিবি-ইউএসএআইডি ইয়েস এক্টিভিটি প্রজেক্ট কোঅর্ডিনেটর এস কে মাকসুদুল হাসান ও ইপসা-ইউএসএআইডি ইয়েস এক্টিভিটি প্রোগ্রাম ম্যানেজার ড. শাখাওয়াত উল্লাহ চৌধুরী।

 

পাঠকের মতামত: