সিএন বিনোদন ::
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কক্সবাজারের পাঁচতারা হোটেল হোয়াইট স্যান্ড রিসোর্টের প্রচারণায় অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবেন ‘ফিল্মফেয়ার’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত ৫০ বছর বয়সী এই তারকা।
এদিন সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানের আয়োজক সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, ‘এ অনুষ্ঠানের জন্য মাধুরী দীক্ষিতের সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়ে গেছে। ১৫ ফেব্রুয়ারি সকালে তিনি ঢাকা পৌঁছবেন। রাতে অনুষ্ঠানে অংশ নেবেন। আধাঘণ্টার পরিবেশনায় নিজের অভিনীত ছবিতে জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফরম করবেন তিনি। ’
আরো বলেন, ‘স্পন্সর এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় চূড়ান্ত হলে কয়েক দিনের মধ্যে আমরা এই আনুষ্ঠানিক ঘোষণা দেব। ’
১৯৮৪ সালে ‘অবোধ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া মাধুরীর সর্বশেষ চলচ্চিত্র ‘গুলাব গ্যাং’ মুক্তি পায় ২০১৪ সালে।
পাঠকের মতামত: