ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ঐশ্বরিয়ার মত দেখতে ‘হুবুহু’ পাকিস্তানের নারী

মাঝখানে অভিনেত্রী ঐশ্বরিয়া
অনলাইন ডেস্ক ::
যেন হুবহু নায়িকা ঐশ্বরিয়া। পাকিস্তানের ব্যবসায়ী কানওয়াল চিমাকে দেখে অনেকেই ঐশ্বরিয়া ভেবে ভুল করে বসেন। তবে সব সময়ে ঐশ্বরিয়া সঙ্গে তুলনায় মোটেই খুশি নন তিনি। বলিউড নায়িকা ঐশ্বরিয়ার সঙ্গে তার এত মিল যে, কারো বুঝেও বোঝার উপায় নেই।

এদিকে, এ বিষয়ে কানওয়াল চিমা খানিকটা বিরক্তও বটে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘সকলেরই নিজস্ব পরিচয় আছে। কারো সঙ্গে কারো তুলনা করা কখনওই উচিত নয়।’

কানওয়ালের মতে, এই তুলনার কারণে তিনি নিজের পরিচিতি হারাতে বসেছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে তিনি হীনম্মন্যতায় ভুগছেন।

তিনি বলেছেন, ‘কোনো নারীকে কেবল তিনি কেমন দেখতে সেই দেখে বিচার করা উচিত নয়, পাশাপাশি সেই নারী কী কাজ করছেন, কর্মক্ষেত্রে তিনি কতটা সফল, তা দেখে সবটা বিচার করা উচিত। ঐশ্বরিয়া নিজক্ষেত্রে বেশ জনপ্রিয়। আমিও আমার ক্ষেত্রে ভালো কাজ করছি। কাজেই আমি চাই আমার পরিচয় প্রকাশ পাক। আমি কারো ‘কপি’ হয়ে থাকতে চাই না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও ঐশ্বরিয়াকে নিয়ে তুলনা করছেন অনেকেই। প্রশ্ন তোলা হচ্ছে, দেখুন তো কে বেশি সুন্দর দেখতে। এমন আচরণে কানওয়াল সত্যিই বিরক্ত। কানওয়াল বলেন, ‘আমি ঐশ্বরিয়া নই, হতেও চাই না। তাই বলে আমি ঐশ্বরিয়াকে পছন্দ করি না, এই কথাটি সত্যি নয়। বরং আমি ওঁর ভক্ত। তবে আমার সঙ্গে ওঁর তুলনা করায় যথেষ্ট আপত্তি রয়েছে।’

পাঠকের মতামত: