ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না’-ডিপজল

অনলাইন ডেস্ক ::dipjol

শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। একই সঙ্গে দেশবাসীকে ইন্ডিয়ান ছবি বর্জনেরও আহ্বান জানান তিনি।

চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে যোগ দিয়ে রবিবার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করার সময় কথাগুলো বলেন তিনি।

দেশবাসীকে ইন্ডিয়ান ছবি বর্জনের আহ্বান জানিয়ে ডিপজল বলেন, ”আমাদের দেশের কোনো স্যাটেলাইট চ্যানেল, সিনেমা ইন্ডিয়াতে চলে না। তাহলে এদেশে ইন্ডিয়ান চ্যানেল, ছবি কেন চলবে? আমাদের দেশে যারা ইন্ডিয়ান ছবি দেখেন তারা এটা বর্জন করুন। ”

তিনি হুশিয়ারি করে বলেন, ‘যদি এদেশে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি চলে তবে সিনেমা হল সিলগালা করা হবে। ’

সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘সেন্সর বোর্ডে যারা আছেন তারা আমাদেরই মানুষ। তারা যে কাজ করছেন সেটা খুব একটা ভালো কাজ করছেন না। এর দায় তাদের নিতেই হবে। ’

পাঠকের মতামত: