ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় এনজিও শেড অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

ফারুক আহমদ, উখিয়া ॥  কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা শেড অফিস থেকে রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য মজুদকৃত বিপুল পরিমাণ দা, কুড়াল ও লাঠি উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিলভিটাস্থ শেড অফিসে অভিযান চালিয়ে এ সব নিষিদ্ধ সামগ্রী জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফখরুল ইসলাম। এর আগেও গত ২৬ আগস্ট অনুরূপ অভিযান চালিয়ে মুক্তি কক্সবাজার নামক একটি এনজিও সংস্থার নামে তৈরিকৃত দেড় হাজার দেশীয় তৈরি অস্ত্র (নিরাড়ি) জব্দ করেছিল উপজেলা প্রশাসন। রোহিঙ্গাদের মাঝে ভয়ংকর অস্ত্র সরবরাহ করার অভিযোগে এনজিও মুক্তি কক্সবাজারকে রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম স্থগিত করে এনজিও ব্যুারো।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের এই ধরনের ক্ষতিকর দা, কুড়াল, হাতুড়ি ও লাঠি সরবরাহ দেয়া নিষেধ। তাই এ সব মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও সংস্থা শেড অফিস এবং গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ দা, ২ হাজার ২০০ বেলচা, ১ হাজার ১০০ হাতুড়ি, ১ হাজার ১০০ কোদাল, ১ হাজার ১০০ লাঠি জব্ধ করে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানের সময় শেড এনজিও প্রজেক্ট ম্যানেজার সরওয়ার হাসান জানান, এসব দা, কুদাল, বেলচা, ছুরি, হাতুড়ি ও লাঠিগুলো আইওএম তাদেরকে দিয়েছে। এফডি-৭ এর অনুমতি শেষ হওয়ায় ক্যাম্পে বিতরণ না করে আইওএম এসব কৃষি উপকরণ স্থানীয়দের মাঝে সরবরাহ করার জন্য শেডকে দিয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে এনজিও সংস্থা শেড।

পাঠকের মতামত: