ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ার ইনানীতে কোষ্টগার্ড কতৃক সিএনজি চালককে নির্যাতনের অভিযোগ

ফারুক  আহমদ , উখিয়া :: উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কে আব্দুল গফুর  (৪১)নামক এক সিএনজি চালককে অমানুষিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।এ এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।  ঘটনা টি  ঘটেছে  রবিবার  সকালে।

উখিয়া থানা দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬  নম্বর ওয়ার্ডের  বড় ইনানী গ্রামের মৃত আব্দুস শুক্কুরের পুত্র আব্দুল গফুর পেশায় একজন সিএনজি চালক।  রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে  ইনানী মরিচ্যা ছড়াস্হ  মেরিন ড্রাইভ  সড়কে সিএনজি নিয়ে  দাঁড়ালে তাকে কোষ্ট গার্ড বাহিনীর  সদস্যরা  অমানুষিক নির্যাতন করে।

আহত আব্দুল গফুর অভিযোগ করে বলেন কোস্টগার্ড বাহিনীর দুজন সদস্যসহ পাঁচজন লোক কোন কারন ছাড়াই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

এদিকে স্থানীয় গ্রামবাসীরা আহত সিএনজি চালককে উদ্ধার করে উখিয়া  হাসপাতলে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা    নিরাপরাধ সিএনজি চালককে অতর্কিত ভাবে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করায় সে মারাত্মক জখম প্রাপ্ত হয়েছে।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিরহ সিএনজি চালককে অমানুষিক নির্যাতন করা খুবই দুঃখজনক।

উখিয়া থানার ডিউটি অফিসার জানান এ ব্যাপারে আব্দুল গফুর বাদী হয়ে এজাহার দায়ের করা করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে নির্যাতনের শিকার ব্যক্তির স্বজনরা জানিয়েছেন।

পাঠকের মতামত: