ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথমবারের মতো উপস্থাপনায় অনন্ত-বর্ষা

71558_bbবিনোদন ডেস্ক :::

একুশে টেলিভিশনের এবারের ঈদ-উল-ফিতরের বর্নাঢ্য অনুষ্ঠানমালায় দর্শক প্রথমবারের মতো দেখতে পাবেন উপস্থাপক অনন্ত জলিল এবং বর্ষাকে। ঈদের তৃতীয়দিন অনন্ত জলিল এবং ঈদের ষষ্ঠদিন বর্ষার উপস্থাপনা ভিন্ন ভিন্ন দুটি পর্বে দর্শক উপভোগ করবেন। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’-এর ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা থাকছে এবার। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ননা করেছেন তারকারা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেষ্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই আর দেরি করলাম না, এক কথায় রাজি হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।

পাঠকের মতামত: