মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::
গত দু’দিনের ব্যবধানে ইসলামাবাদ এবং ভারুয়াখালী থেকে অস্ত্রসহ দুজন আটক হয়েছে। হরিপুর এবং নতুন পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসলামাবাদের হরিপুর ব্রীজ এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্রসহ কলিম উল্লাহ নামের এক যুবককে আটক করে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ঐ এলাকার বাসিন্দা বলে জানান তদন্ত কেন্দ্র ইনচার্জ দেবাশীষ সরকার। অন্যদিকে এর দু’দিন আগে ভারুয়াখালীর নতুন পাড়া থেকে মোহাম্মদ আলম (৩০) নামে এক যুবককে দেশীয় তৈরি এক নলা বন্দুকসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, পুলিশ হত্যা চেষ্টা, ডাকাতি প্রস্তুতিসহ ৪/৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। ঈদগাঁও তদন্ত কেন্দ্র এসআই দেবাশীষ সরকার তাকে অস্ত্রসহ চালান দেয়া হয়েছে বলে জানান। এদিকে প্রথমোক্ত কলিম এর আগে র্যাব কর্তৃক আটক ও পরবর্তীতে স্বীকারোক্তিসহ তার এক সহযোগীকে অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজার থানায় র্যাব বাদী হয়ে মামলা করেছিলেন। ইত্যবসরে সে কিভাবে আবার আটক হলো তা পুলিশ কর্মকর্তা অবশ্য জানাতে পারেননি। এ ব্যাপারে কলিমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আটক কলিম ইসলামাদের সাবেক চেয়ারম্যান মনছুর আলম প্রকাশ বলি মনছুরের পুত্র।
পাঠকের মতামত: