ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইভটিজিং, বাল্য বিবাহ, ও মাদক প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে -রামু থানার ওসি

ুুুুুখালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ফয়েজুল উলুম ফাজিল মাদ্রাসায় রামু থানার আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সামাজিক ব্যাধি-বাল্য বিয়ে ইভটিজিং মাদক প্রতিরোধ চ্যালেইঞ্জ মোকাবিলায় সচেতন শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি আমাদের সকলের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সমস্ত অন্যায়-অবিচার বন্ধ করতে হবে। ইভটিজিং প্রতিরোধে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ইভটিজিং বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য নানা উদ্যোগ নেওয়া নিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, তোমরাই জাতির আগামী ভবিষ্যৎ। ভালো কর্মকে স্বাগত জানিয়ে খারাপকে ‘না’ বলার মধ্য দিয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি নকল, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, যৌতুক- বাল্য বিয়ে প্রতিরোধ এবং আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

 বুধবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কচ্ছপিয়া ফয়েজুল উলুম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অপরাধমূলক কার্যক্রম বন্ধে ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, ফয়েজুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তপন মল্লিক, ইউএনএফপিডি’র জেন্ডার অফিসার সুমন চাকমা, কচ্ছপিয়া কে.জি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈন উদ্দিন, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের বার্তা সম্পাদক অর্পন বড়–য়া।

জাগো নারী উন্নযন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত লাল বড়–য়ার সঞ্চালনায় রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন, সংবাদকর্মী জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, আবু শাহমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: