ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আলীকদমে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আলীকদম প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে লেকের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারি পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে পাহাড়ি মৎস্য চাষের লেকের পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু সহোদর।

খবর পেয়ে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ২ বোনের মৃতদেহ উদ্ধার করে লেকের পানি থেকে।

নিহতরা হলেন- সিরাজ কার্বারি পাড়ার বাসিন্দার মাহমুদ উল্লাহর কন্যা মারুফা (৭) এবং মাহফুজা (৪)।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম চকরিয়া নিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে লেকের পাড়ে আম গাছের নীচে খেলাধুলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ২ শিশু বোন। শুক্রবার গভীররাতে দেড়টার সময় ১ জনের লাশ পাওয়া যায়। অপরজনের লাশ মিলেছে শনিবার সকালে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের সেকেন্ড অফিসার এনামূল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

পাঠকের মতামত: