ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

“টেলিটক”র অপরাজিতা সিম ফ্রি বিতরণ শুরু হয়েছে চকরিয়ায়

বার্তা পরিবেশক ::

নভেম্বর মাসের শুরু থেকেই প্রতিদিন বিভিন্ন স্খান থেকে প্রত্যেক মহিলাদেরকে টেলিটকের পক্ষ থেকে অপরাজিতা সিম ফ্রি বিতরণ শুরু করা হয়েছে। চকরিয়া সিটি সেন্টার থেকে সীম বিতরণের কথা থাকলেও অনির্বার্যকারণবসত তা স্থগিত রাখা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় গ্রাহকের কাছে সীম বিতরণ করা হচ্ছে। চকরিয়া-পেকুয়ার সকল মহিলাদের মধ্যে ফ্রি সীম বিতরণ করা হবে। মাস ব্যাপি চলবে ফ্রি সীম বিতরণ কার্যক্রম।
ফ্রি ভাবে সিম নিতে আগ্রহীরা মহিলারা অবশ্যই সাথে করে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ২ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগে করে নিয়ে রাখবেন । বিস্তারিত জানতে ফোন করুন : ০১৫৭১৭৬২৯৬৬, ০১৫৫৩৯৪০০০৩।

পাঠকের মতামত: